আব্বা
লিখেছেন লিখেছেন জিহর ১৮ জুন, ২০১৭, ০২:০৯:১৮ রাত
একদিন
দুষ্টুমি করতে যাইয়া কারেন্টের লিক তারে কড়া শক্ড খাইলাম। তার আঙ্গুল ফুটে ভেতরে ঢুকার উপক্রম।
বড়ো আপু আমারে ছাড়াইতে আইসা নিজেও আইটকা গেছে...! তখন আব্বা জীবিত ছিলেন, ২০০৪ এর ঘটনা...!
আব্বা মেইন সুইচ অফ করে দিলেন! আমি কোন মতে উইঠা বইছি, আর আম্মু আইসা আমারে দাড়ুম - দুড়ুম কিল লাগাইলো কয়ডা!
আমি তো আরেক শক্ড খাইলাম। আম্মুর মনে বুঝি কোনই দয়া মায়া নাই আমার জন্য.. ! আব্বা তারে থামাইলেন...!
এর প্রায় তিন মাস পর বড়ো আপুর বিয়ে হইলো।
আর আপুর বিয়ের ৩৪ দিনের মাথায় আব্বা দুনিয়া ছেড়ে বহু দুরে চলে যান! সে আগেই অসুস্থ ছিলেন!
পরিবারের এক মাত্র উপার্জনকারি ব্যাক্তি ! অবিভাবক, এবং আমাদের কেরাম,লুডু,দাবা, ব্যাডমিন্টন খেলার সাথি ! সন্ধার পরের মাস্টার, চাঁদনী রাতের গল্পকার,! সব, সব হারালো এক জনের অভাবে !
হঠাৎ করে যেন আমাদের দুনিয়াটাই পাল্টে গেলো...
আমি তখন মোমেন শাহী হিফজ পড়ি...
আব্বা আজ আপনি নেই...
আমি কিন্তু আপনার স্বপ্ন পূরণে সচেষ্টতা এখনো রেখেছি অব্যাহত।
হিফজ্ শেষ করে এখন আমি মাওলানা পড়াও সমাপ্ত করেছি..! (আলহামদুলিল্লাহ) . সামনে মুফতি পাশ করে আপনার স্বপ্ন সম্পূর্ণ করবো ইন-শা আল্লাহ...!
আপনি চলে যাবার পর আম্মু আমাকে মারে নাই...! ভাইয়া এতো ভালো হইছে যে, সবাই তারে এক নামে চেনে..! সে আমাদের জন্য নিজের কেরিয়ার বরবাদ করছে..! কষ্ট কারে কয় তা আমি আম্মু আর ভাইয়ার কাছে শিখছি..! কষ্টের পরিচয় জানার জন্য আমার দেশ ভ্রমনে বেরোতে হবে না..!
কিন্তু আত্মীয় সজন সবাই পাল্টে গেছিলো..! চাচা জমির দখল, আর মামা প্যানশনের টাকার জন্য আমাদের বহুত ভালোবাসা(?) দিছে ! এবং চাল-চুলো একাকার করছে...! পুরো পৃথিবী যে কষ্ট দিছে! তার চেয়ে বরং আম্মুর মার গুলো শতো সহস্র গুন হালকা...!
খুশির সংবাদ,
আমাদের গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি আসবে...!
কিন্তু আমার বিদ্যুৎ বিদ্যুৎ খেলা হয়তো হবে না...!
এখন আমি অনেক বড়ো..! তবে সেই অসাবধানতা আমার মাঝে এখোনো রয়েছে। মেইন সুইচ অফ করতে মনে থাকে না! এখন বিপদে পড়লে কে আসবে মেইন সুইচ অফ্ করতে?
"আব্বা" আপনাকে অনেক মিস করি...!
লিখা:- তালুকদার জহির
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন